২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আইনশৃঙ্খলার অবনতিতে সমাজে নৈরাজ্য তৈরি হচ্ছে : গণঅধিকার পরিষদ

-

দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়ায় সমাজে নৈরাজ্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সরকারি দলের নেতা-কর্মীদের উগ্রতা ও আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। গত শুক্রবার নাটোরে যুব অধিকার পরিষদের নেতা নুরশাদ হত্যার প্রতিবাদে রোববার এক কর্মসূচিতে ছাত্রলীগের বর্বর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ বিবৃতিতে তারা এসব মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যুব অধিকার পরিষদ নাটোর সদর উপজেলা শাখার আহ্বায়ক নুরশাদ প্রামাণিক জুয়া খেলার প্রতিবাদ করায় শুক্রবার সন্ত্রাসীদের হাতে খুন হন। এ ন্যক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নাটোর শহরে মানববন্ধন করলে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন এবং আওয়ামী লীগ নেতা এমরানের নেতৃত্বে সন্ত্রাসীরা শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা করে, নেতাকর্মীদের মারধর করে, ব্যানার পুড়িয়ে ফেলে। হামলায় কেন্দ্রীয়সহ স্থানীয় ১৫ নেতা আহত হন।
গণঅধিকার পরিষদের নেতৃদ্বয় বলেন, শান্তিপূর্ণ এ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতে নেতা-কর্মীদের ওপর বর্বর হামলা প্রমাণ করে যে, দেশে এখন কেউ নিরাপদ নয়। গুলি করে, কুপিয়ে নাগরিকদের হত্যা করা হলেও হত্যাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায় না। বরং হত্যার বিচার চেয়ে প্রতিবাদ করলেও সেখানে সরকারি দলের নেতা-কর্মীদের হামলার স্বীকার হতে হয়।
অনতিবিলম্বে নুরশাদের হত্যাকারীদের গ্রেফতার ও হত্যার বিচারের দাবিতে কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর।

 


আরো সংবাদ



premium cement
জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি এশিয়ায় : জাতিসঙ্ঘ বিচারক-আইনজীবী-জেলারের কাছে ব্যাখ্যা তলব হাইকোর্টের ফেসবুকে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি, রংপুরে ছাত্রলীগকর্মী গ্রেফতার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসির বৈঠক আজ চকরিয়ায় ট্রেনের দুই বগি লাইনচ্যুত যোগাযোগ বন্ধ বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আ’লীগ : ওবায়দুল কাদের বিয়ের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন চাচা-ভাতিজি বিজিপির আরো ৪৬ সদস্যের বাংলাদেশে আশ্রয় গ্রহণ কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট ভারতে মাথার খুলি হাড় নিয়ে কৃষকদের বিক্ষোভ মিয়ানমারের কারাগারে সাজা শেষে ফিরল ১৭৩ বাংলাদেশী

সকল