২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে শ্রমিক কলোনিতে, পুড়ে গেছে দেড় শতাধিক ঘর

-

গাজীপুরে শুক্রবার সন্ধ্যার পর শ্রমিক বস্তিতে (কলোনি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি কলোনির দেড় শতাধিক ঘর মালামালসহ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। মহানগরীর বাসন থানাধীন ভোগড়া দক্ষিণপাড়া (পেয়ারা বাগানের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো: তাশাররফ হোসেনসহ স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া দক্ষিণপাড়া (পেয়ারা বাগানের পাশে) এলাকায় লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের কলোনিতে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে। বস্তির মতো কলোনির এসব ঘরে শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষ ভাড়া থাকেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় কলোনির উত্তর দিকের একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ও টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আরো সংবাদ



premium cement