২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মহিলা হকি দলকে কাজাখস্থানে আমন্ত্রণ

-

কাজাখস্থান সফরের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ মহিলা হকি দল। আগামী অক্টোবর-নভেম্বরে মধ্য এশিয়ান এই দেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ এশিয়ান ফেডারেশন কাপ হকি। এতে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ এই আসরে দল পাঠাতে চায়। তবে বিষয়টি নির্ভর করছে হকি ফেডারেশন সভাপতির সম্মতির ওপর। জানান ফেডারেশন সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ। ২২ আগস্টের মধ্যে এন্ট্রি করতে হবে। তিন বছর খেলার বাইরে থাকা মহিলা দলের জন্য ম্যাচে ফেরার দারুণ সুযোগ এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফেডারেশন মহিলাদের নিয়ে এ মাসের শেষ দিকে ঘরোয়া একটি টুর্নামেন্ট করতে চায়। চারটি দলকে নিয়ে ডেভেলপমেন্ট কাপ নামে হবে এই আসর। বাংলাদেশ যদি মধ্য এশিয়ায় খেলতে যায় তাহলে এই ঘরোয়া টুর্নামেন্ট দারুণ কাজে লাগবে, জানান ইউসুফ।


আরো সংবাদ



premium cement