২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
রাজশাহীতে সভায় অধ্যাপক মুজিব

আশুরার শিক্ষা কাজে লাগিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১০ মহররম হলো ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। রাসূলুল্লাহ সা: এই দিনসহ মুসলমানদের দুইটি রোজা রাখার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, আশুরার শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শোষক ও জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করা হলো আশুরার মূূল শিক্ষা।
১০ মহররম উপলক্ষে গত মঙ্গলবার জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘আশুরার শিক্ষা ও তাৎপর্য’ বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল মাওলানা ড. খলিলুর রহমান মাদানী।

 


আরো সংবাদ



premium cement

সকল