২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
বায়তুল মোকাররমে হবে ৫ জামাত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

-

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। তিনি এ সময় ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের আহ্বান জানান। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০.৪৫টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের খাদেম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।


আরো সংবাদ



premium cement