১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`
নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাঞ্ছিত

আসামি নূরন্নবী ৩ দিনের রিমান্ডে

-

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতারকৃত নূরন্নবীর (৪৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৩ জুলাই আরো চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
এ দিকে অধ্যক্ষ লাঞ্ছিতসহ সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
‘নিপীড়নের বিরুদ্ধে নড়াইল’ এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের ব্যানারে বেলা ১১টায় আদালত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহেল বাকী, বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম, জাসদ নড়াইলের সভাপতি হেমায়েত উল্লাহ হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস, অ্যাডভোকেট কাজী বশিরুল হক বশির, কলেজশিক্ষক মলয় নন্দী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন, ব্যবসায়ী আবদুল মকিত লাবলুসহ অনেকে।
বক্তারা বলেন, ফেসবুকে বির্তকিত পোস্ট দেয়া মির্জাপুর কলেজের শিক্ষার্থী রাহুল দেব রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঘটনার উসকানিদাতা শিক্ষকদের চিহ্নিহ্নত করে চাকরি থেকে অব্যাহতি দেয়া এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছনার সুষ্ঠু বিচার করতে হবে। এ ছাড়া ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ বিচারের দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement
কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন বিরোধী দলকে ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : ড. মঈন খান মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু

সকল