২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন মা-ছেলে দগ্ধ

-

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে মা ও ছেলে দগ্ধ হয়েছেন। তারা হলেন আম্বিয়া খাতুন (৪৫) ও তার ছেলে মো: কাজল (১৬)। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডের একটি টিনশেড বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আম্বিয়ার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার ছেলে সামান্য দগ্ধ হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
দগ্ধ নারীর ছেলে নুর আলম জানান, মা রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালানোর সাথে সাথে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আম্মাকে বাঁচাতে গিয়ে আমার ভাই কাজলও কিছুটা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে এলে ভাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ও মাকে ভর্তি রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement