২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজশাহীতে নতুন ‘প্রাইস ট্যাগ’ লাগিয়ে প্রতারণা, জরিমানা

-

রাজশাহীতে এবার প্রাইড শাড়ির শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার দুপুরে অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ অভিযান চালিয়ে এই শোরুমকে জরিমানা করেন।
এ ব্যাপারে হাসান-আল-মারুফ সাংবাদিকদের জানান, তাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিল, রাজশাহী নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে অবস্থিত প্রাইড শাড়ির শোরুমে পণ্যের দাম বেশি নেয়া হচ্ছে। রোববার দুপুরে পুলিশের সহায়তায় ওই শোরুমে অভিযান চালানো হয়। এ সময় ওই শোরুমে দেখা যায় শাড়ির দাম ওপরের স্টিকারে ৭৭৫ টাকা লেখা রয়েছে। তবে তার নিচে আরো একটি প্রাইস ট্যাগের স্টিকার রয়েছে। যেখানে মূল্য লেখা আছে ৬৭৫ টাকা; অর্থাৎ প্রকৃত মূল্যের ওপরে নতুন স্টিকার লাগিয়ে ঈদ উপলক্ষে দাম বাড়িয়ে দেয়া হয়েছে।
এ ছাড়া প্রাইড নামের ওই শোরুমে ভোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য ৩০ শতাংশ ছাড়ের আকর্ষণীয় অফারও দিয়েছে। তবে কোনো পণ্যের জন্য কত ছাড় তা নির্দিষ্ট করে কিছুই নির্ধারণ করে দেয়নি। ফলে ভোক্তারা পণ্য কিনে প্রতারিত হচ্ছেন।


আরো সংবাদ



premium cement