২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ বন্ধের দাবিতে মানববন্ধন

-

বগুড়ায় আবাসিক হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক দেহব্যবসাসহ অবৈধ কারবার জমজমাট হয়ে উঠেছে। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে প্রভাবশালীরা অবৈধ পরিচালনা করছে বলে জানা গেছে। দেহব্যবসার সাথে একজন পুলিশ সদস্যও জড়িত বলে উল্লেখ করে তার বিচারের দাবিতে গতকাল জুমার নামাজের পর এলাকাবাসী মানববন্ধন করেছে।
জানা গেছে, উত্তরাঞ্চলের ১১ জেলার প্রবেশদ্বার বগুড়া শহরের চারমাথা, তিনমাথা, মাটিডালী মোড়সহ শহরের অভ্যন্তরে অসংখ্য আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে অতিথিদের ভালোমানের আবাসন ব্যবস্থাও রয়েছে। এসব হোটেলের বাইরের পরিবেশ ভালো মনে হলেও অভ্যন্তরে নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়। স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানার অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে দেহব্যবসা, মাদকের কারবার, চোরাচালানি কারবার ও জুয়ার আসর বসে। কিন্তু পুলিশ এসব বন্ধে তেমন উদ্যোগ নেয়নি। তবে গত সপ্তাহে দীর্ঘদিন পরে শহরের কয়েকটি হোটেলে পুলিশ অভিযান পরিচালনা করে ৩৮জন নারী ও পুরুষকে দেহব্যবসার অভিযোগে আটক করে।
এ দিকে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কয়েকটি আবাসিক হোটেলসহ চার মাথা আবাসিক হোটেল বন্ধ ও কথিত পুলিশ সদস্য ইমরানের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা অবিলম্বে অবৈধ দেহব্যবসা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ ব্যবসার সাথে জড়িত একজন পুলিশ সদস্য কিভাবে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে। বক্তারা জানান, প্রশাসনের নীরব ভূমিকার কারণে দীর্ঘদিন ধরে এই অবৈধ যৌন ব্যবসা এখানে চলে আসছে। আর কোনো অবৈধ ব্যবসা এখানে করতে দেয়া হবে না। বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদীর নেতৃত্বে এলাকার শত শত মানুষ চারমাথা হোটেল বন্ধ ও বিচার দাবি করেন।


আরো সংবাদ



premium cement
দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা

সকল