২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ১০ দফা দাবি

-

নবম জাতীয় বেতন কমিশন গঠন, আসন্ন বাজেটে বেতন বৈষম্য দূরীকরণার্থে ১.৫ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫,২০০/- টাকা নির্ধারণ, বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৪০% মহার্ঘ্য ভাতা প্রদান, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, টাইম স্কেল সিলেকশনগ্রেড পুনর্বহাল, ২০% বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানসহ ১০ দফা দাবিতে বাংলাদেশে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো: আজিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোক্তার হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, মহাসচিব মো: নিজামউদ্দিন পাটওয়ারী, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, কার্যকরি সভাপতি মো: সেলিম ভূঁইয়া, মো: জাকির হোসেন, আবদুল কাদির, মো: জাহাঙ্গীর আলম, মো: মোজাম্মেল, অতিরিক্ত মহাসচিব অহিদুর রহমান, সংগঠনের বাচকসকের কার্যকরি সভাপতি মনির আহমেদ, মো: মোজাফফর হোসেন বাবুল, সহসভাপতি মো: শামসুল হক সুজন, আম্বিয়া বেগম পলি, মো: হাফিজ উল্লাহ, মো: রমিজ, শামসুল ইসলাম প্রমুখ।
বাচসকসের ১০ দফা দাবি নিম্নে তুলে ধরা হলো : ১। নবম জাতীয় বেতন কমিশন গঠন করে ১:৫ বেতন স্কেল সর্বনিম্ন ২৫,২০০ টাকা নির্ধারণ করতে হবে। ২। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৪০% শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। ৩। বাড়ি ভাড়া ৮০% চিকিৎসা ভাতা, ৩,৫০০ টাকা, শিক্ষা ভাতা ২,০০০ টাকা, যাতায়াত ভাতা ১,৫০০ টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। ৪। আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পের নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ৫। পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। ৬। সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব কর্মচারীকে ৫০% পদোন্নতি করতে হবে। ৭। নিয়োগের ক্ষেত্রে রেলের (রেল অধিদফতরের) মতো ৪০% পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে। ৮। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্র্যাচুইটি হার এক টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। ৯। সরকারি কর্মচারীদের সুদ মুক্ত ঋণ প্রদান করতে হবে। ১০। সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং আগের মতো পাহাড়ি ভাতা প্রদান করতে হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement