২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাফলংয়ে বালুবাহী ৫ নৌকাকে আড়াই লাখ টাকা জরিমানা

-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচটি বালু বাহী নৌকা আটক করে টাস্ক ফোর্স। পরে ওই পাঁচটি নৌকার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
তানভীর হোসেন সাংবাদিকদের জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্ক ফোর্স ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে বালুবাহী ওই নৌকাগুলোকে আটকের পর জরিমানা করা হয়। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement