২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আজ খোলা থাকবে ব্যাংক

-

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন প্রতিটি ব্যাংকের প্রধান প্রধান শাখা ও জেলা-উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা ও উপশাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে।
গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২৬ মে জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ২৮ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়। বাংলা ট্রিবিউন


আরো সংবাদ



premium cement