২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

-

গতকাল বুধবার দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকায় ‘নানা অনিয়মে জর্জরিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড সম্পর্কে অসত্য, বানোয়াট, কাল্পনিক ও মনগড়া বিষয়াবলি উল্লেখ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রতিবাদে সংবাদটির ব্যাখ্যা দিয়ে বলা হয়, ‘অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সুবিধা হাতিয়ে নেয়া’ দ্বারা কী বুঝাতেন চেয়েছে; এটা আমাদের বোধযোগ্য নয়। এ বিষয়ে আইডিআরএর নির্দেশনা রয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। বীমা আইন ২০১০ এর ৭৬ নম্বর ধারার আলোকে উদ্যোক্তা পরিচালক, পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ও স্বতন্ত্র পরিচালকের অনুপাত সংরক্ষণ করা হচ্ছে; যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড অবগত রয়েছেন। ওয়ার্কার্স প্রোফিট পার্টিসিপেশন ফান্ড গঠন বীমা কোম্পানির জন্য প্রযোজ্য নয়। কোম্পানির কোনো পরিচালক শেয়ার বিক্রির কারসাজিতে সম্পৃক্ত ছিল না। তারা কোনো শেয়ার বিক্রি করেনি বরং শেয়ার ক্রয় করেছেন। বর্তমানে কোম্পানির পরিচালকগণ পরিশোধিত মূলধনের ৬০.৭৯ (ষাট দশমিক সাত নয়) শতাংশ শেয়ার ধারণ করছেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদটি প্রকাশের ফলে কোম্পানির সুনাম নষ্ট এবং কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার ও শুভাকাক্সক্ষীদের সম্মানের হানি হয়েছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement