২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়ার অবন্ধুসুলভ রাষ্ট্রের তালিকা প্রকাশ শীর্ষে যুক্তরাষ্ট্র

-

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা অবন্ধুসুলভ দেশের যে তালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মূলত রাশিয়ার ওপর দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার সংখ্যার ভিত্তিতেই এ তালিকায় শীর্ষস্থান দখল করেছে জো বাইডেনের দেশ। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ১৯৮৩টি নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যানের ভিয়েচেসøাভ ভলোদিন রাশিয়ার অবন্ধুসুলভ দেশের তালিকা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের পরই এ তালিকায় শীর্ষে রয়েছে যথাক্রমে কানাডা, সুইজারল্যান্ড, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও জাপান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ভিয়েচেসøাভ ভলোদিন দাবি করেন, এসব রাষ্ট্র ও সংস্থা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্যপণ্যসহ সব পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এসব দেশই মূলত বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ সঙ্কটের জন্য দায়ী।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশে পণ্যমূল্য বেড়ে যাওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দায়ী করেছেন। কিন্তু জনমতে দেখা গেছে, আমেরিকানরা তার এ বক্তব্য খুব একটা গ্রহণ করতে রাজি নয়।
বরং তারা মনে করে, মূল্যস্ফীতি মোকাবেলায় তাদের সরকারের আরো অনেক কিছু করার ছিল। উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের আগেই ইউরোপে বিদ্যুতের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। তখন মস্কো জানিয়েছিল, ইউরোপ রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ঊর্ধ্বগতিকে উপশম করতে পারে। দুই পক্ষের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদ্যমান চুক্তিগুলো থেকেই সরে যেতে চাইছে ইউরোপের দেশগুলো। এমতাবস্থায় বিদ্যুৎসহ সব কিছুর দাম আগের তুলনায় অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল খুলনায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র? জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

সকল