১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খুলনার কিশোরীকে ভারতে পাচারের মামলায় দম্পতির মৃত্যুদণ্ড

-

খুলনার খানজাহান আলী থানা এলাকার এক কিশোরীকে (১৭) ভারতে পাচার ও যৌনকর্মী হিসেবে বিক্রির অপরাধে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। গতকাল বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো: শাহীন শেখ ও আসমা বেগম ওরফে সালমা স্বামী ও স্ত্রী। তারা পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ১৯ অক্টোবর এক কিশোরীকে ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে শাহীন ও আসমা ভারতে নিয়ে যায়। সেখানে তাকে একটি যৌনপল্লীতে বিক্রি করে আসে। এরপর ভুক্তভোগীর পরিবার শাহীনকে ফোন করলে ২০ হাজার টাকা দিলে তারা কিশোরীকে ফেরত দেবে বলে জানায়। এভাবে নানা কথা বলে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ওই কিশোরী ভারত থেকে ফিরে এসে তাদের বিরুদ্ধে মামলা করে।


আরো সংবাদ



premium cement