২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রকাশিত সংবাদে জামায়াতের প্রতিবাদ

-

দৈনিক মানবজমিন পত্রিকায় গত মঙ্গলবার প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সংবাদমাধ্যমে দেয়া এ সংক্রান্ত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘১৭ মে মানবজমিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘কড়া বার্তা ডিএমপির’ শিরোনামে প্রকাশিত খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে তা গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। মিছিল, মিটিং, সভা-সমাবেশ করা যেকোনো নাগরিক ও রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত অধিকার। এ সব অধিকার প্রয়োগে বাধা দেয়ার সুযোগ সংবিধান কাউকে দেয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সব কার্যক্রম পরিচালনা করে আসছে। জামায়াতের নিবন্ধনের মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে মর্মে যে বক্তব্য দেয়া হয়েছে তা সঠিক নয়। পুলিশ কর্মকর্তার এতদসংক্রান্ত বক্তব্য সংবিধান সম্মত নয়। শুধুমাত্র জামায়াতকে টার্গেট করে পুলিশের দায়িত্বশীল পর্যায় থেকে এ ধরনের বক্তব্য প্রদান করা আমাদের বিস্মিত করেছে।
রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো দেশে আইনের প্রয়োগ ও অপরাধ দমনে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নেয়া নয়। আমরা স্পষ্ট বলতে চাই জামায়াত বিশৃঙ্খলায় বিশ্বাসী নয়। জামায়াতের রাজনীতি সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ। আমরা এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement
আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন

সকল