২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বারিধারায় ফার্নিচার শোরুমে আগুন

-

রাজধানীর বারিধারার একটি ফার্নিচারের শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার বিকেলে ছয়তলা ভবনের পাঁচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, গতকাল আনুমানিক বিকেল ৪টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। এর পরই ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তিনি বলেন, ওই ভবনের পাঁচতলায় ভিটরা নামক একটি ফার্নিচারের শোরুম রয়েছে। সেখানেই আগুনের সূত্রপাত হয়। ফার্নিচারের শোরুমে দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পাশাপাশি তা যাতে অন্য কোথাও ছড়াতে না পারে সেই চেষ্টা করে গেছেন বলে জানান তিনি।
শাহজাহান আরো বলেন, আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কোনো রিপোর্ট পাওয়া যায়নি। বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement