২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মালদ্বীপ প্রবাসী সেলিম ভূঁইয়ার ইন্তেকাল

-

মালদ্বীপ প্রবাসী মো: সেলিম ভূঁইয়া গত ১৮ জানুয়ারি কর্মরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করেই অসুস্থতা অনুভব করলে বাসায় ফিরে যান। কিন্তু বাসায় তার অবস্থার আরো অবনতি হলে রুমের সহকর্মীদের সহযোগিতায় হুলেমালে থ্রি-টপ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্মরত চিকিৎসক প্রথমিক চেক-আপ শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি পাঁচ বছরে ধরে অনিয়মিত ডকুমেন্টারি হয়ে দ্বীপরাষ্ট্রের হুলেমালে সিটিতে একটি খাবার রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। মরহুমের মো: সেলিম ভূঁইয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সেকেরহাট গ্রামে। তিনি মোহাম্মদ আলী ভূঁইয়ার দ্বিতীয় সন্তান সেলিম ভূঁইয়ার স্ত্রী এবং দু’টি কন্যা সন্তান রয়েছে। তার পারিবারিক অবস্থা তেমন সচ্ছলতা না-থাকার কারণে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার এবং প্রবাসীদের সহযোগিতায় লাশ দেশে পাঠানোর সার্বিক প্রচেষ্টা চলছে। বর্তমানে তার মৃত দেহ মালদ্বীপের মালে সিটির হাসপাতালের মর্গে আছে।

 


আরো সংবাদ



premium cement