২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফিফা থেকে টাকা পেলেন সোহেল

-

জাতীয় দলে ঢাকা আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২০২০ সালে বাংলাদেশ দলের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের সময় অনুশীলনে আহত হন তিনি। এর ফলে তার ক্লাব আবাহনী সার্ভিস পায়নি ম্যাচে। তাই বাফুফে ফিফার কাছে আবাহনীর এই কিপারের জন্য ফিফার প্লেয়ার প্রোটেকশন স্কিমের আওতায় ক্ষতিপূরণ দাবি করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা সোহেলের চিকিৎসা খাতে আবাহনীকে বিভিন্ন কিস্তিতে এক লাখ ৪৭ হাজার টাকা দিতে সম্মত হয়েছে, যা আবাহনীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। গতকাল বাফুফে এই তথ্য জানায়। এর আগে আতিকুর রহমান ফাহাদ ও মাশুক মিয়া জনিও ফিফার কাছ থেকে চিকিৎসা খাতে টাকা পেয়েছিলেন। বসুন্ধরা কিংসের ফুটবলার বিশ্বনাথ ঘোষও টাকা পেতে যাচ্ছেন ফিফার কাছ থেকে। সে প্রক্রিয়া চলছে। গত মার্চে নেপালের থ্রি-ন্যাশনস কাপে আহত হন তিনি।


আরো সংবাদ



premium cement