২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

টাকাই কাল হলো ঢাবির অধ্যাপক সাইদার

আদালতে জবানবন্দী আনারুলের
-

টাকাই কাল হলো ঢাকা বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদা গাফফারের। সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় তাকে শ^াসরোধে হত্যা করেছে নির্মাণশ্রমিক আনারুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: নিয়াজ মাখদুমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে অধ্যাপক সাইদা গাফফারকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেয় গ্রেফতারকৃত আনারুল ইসলাম। তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এদিন তাকে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জিএমপির উপ-কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার (৭১) হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আনারুল ইসলামকে (২৫) গত শনিবার তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় আনারুল। আদালতে জবানবন্দী প্রদানকালে সে অধ্যাপক সাইদা গাফফারকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। জবানবন্দী গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 


আরো সংবাদ



premium cement