২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

-

সংবাদ সম্মেলনের সূত্র ধরে গত ৮ জানুয়ারি দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাগরণী মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন আলম স্বপন। গতকাল এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, অননুমোদিত আরএনএন টিভির কথিত চেয়ারম্যান মো: চাঁন মিয়া সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার বিরুদ্ধে অপপ্রচার ও নানা মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন। যার মাধ্যমে শাহিন আলমের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণœ করা হয়েছে। এতে তিনি জানান, জাগরণী মাল্টিমিডিয়া রেজিস্ট্রিভুক্ত একটি প্রাইভেট কোম্পানি। তাদের সব বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু এই কোম্পানির ভাইস চেয়ারম্যান চাঁন মিয়া বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে কোম্পানিসহ তার ব্যক্তিগত সুনামহানি করে আসছেন। চুক্তিপত্র অনুযায়ী চাঁন মিয়ার কাছে কোম্পানির পাঁচ কোটি সাত লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। এ ছাড়া শাহিন আলম নিজেও তার কাছ থেকে অনেক টাকা পাবেন। সেই টাকা না দেয়ার জন্য চাঁন মিয়া বিভিন্ন মহলে মিথ্যা প্রচারের মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি পুলিশের কাছেও হয়রানিমূলক অভিযোগ দিয়ে তার জীবনকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি নিজ ফেসবুক আইডি এবং কথিত আরএনএন টিভির ফেসবুক পেজ থেকেও ধারাবাহিকভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছেন। বিবৃতিতে শাহিন আলম উল্লেখ করেন, চাঁন মিয়ার সাথে চুক্তিপত্র অনুযায়ী শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইন মোতাবেক হয়েছে। বরং তিনিই চুক্তিপত্রের শর্ত ও নিয়মাবলি ভঙ্গ করেছেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement