২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শ্যামপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ড ৩০ লাখ টাকার ক্ষতি

-

রাজধানীর শ্যামপুরে একটি গার্মেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে আলম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে কোটি টাকার মালামাল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে, ষষ্ঠতলা ভবনের তিনতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টার রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন স্টাফ ভবনটির তিনতলা থেকে ধোঁয়া উড়তে দেখেন। তাদের চিৎকারে লোকজন নিচে নেমে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে পাঁচটি, পরে একে একে আরো চারটি ইউনিট গিয়ে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা, তিনতলা থেকে শর্টসার্কিটে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের ঢাকার সহকারী পরিচালক মো: আবদুল হালিম জানান, তিনতলায় গার্মেন্টেটির পোশাক তৈরির সর্বশেষ ধাপের কাজ চলত। গার্মেন্টটিতে একাধিক শিফটে কাজ হতো। তবে আগুন লাগার সময় সেখানে কাজ চলছিল কি না, তা জানা যায়নি। আগুন লাগার পর তিনতলা থেকে ছয়-সাতজনকে নিরাপদে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। গার্মেন্ট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় এমন অনেক মালামাল ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির তিনতলায় থাকা গার্মেন্টের সব মালামাল পুড়ে গেছে। চারতলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের সামনের দিকের জানালাগুলো ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটানোর ফলে ভেতরে স্যাঁতসেঁতে অবস্থা। পুড়ে যাওয়া কাপড়, কাপড়ের টুকরা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এসব মালামালের কিছু নিচে ফেলা হয়েছে। সেখান থেকেও ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন লাগার খবরে ভোরে সেখানে এসে ভিড় করেন শ্রমিকরা। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। কেউ কেউ এ গার্মেন্টের বেতনের টাকা দিয়েই সংসার চালাতেন। আয়ের সে পথ বন্ধ হওয়ার উপক্রমে চিন্তিত সবাই।
সুরাইয়া নামের একজন শ্রমিক বলেন, স্বামী-সন্তান নিয়ে গার্মেন্টের কাছেই টিনশেডের বাসায় ভাড়া থাকেন। বিকেলে কাজ করে বাসায় চলে যান। রাতে শুনতে পান গার্মেন্টে আগুন লেগেছে। এ কথা শুনে ভেতরটা হু হু করে ওঠে। রাতেই দৌড়ে সেখানে আসি। আবার সকালেও আসি। কিন্তু কাজ করতে পারিনি। মালিকপক্ষ বলেছে, ঠিকঠাক করা হোক, তার পর কাজ। জানি না কত দিন এভাবে থাকতে হবে। করোনার মধ্যে চাকরি পাওয়াও কঠিন। শ্রমিকদের বেশির ভাগের একই অবস্থা। কাজে এসে ফিরে গেছেন অনেকে। বেশ কয়েকজন শ্রমিক জানান, আগুন লাগার সময় কয়েকজন স্টাফ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের বের করে আনেন। ভাগ্য ভালো যে, কাজ করার সময় আগুন লাগেনি। তা হলে নারায়ণগঞ্জের সেজান জুস কারখানার মতো বহু হতাহত হতো।
জানা গেছে, গার্মেন্টটির মালিক শাহ আলম হাওলাদার। তবে আগুন লাগার বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি ও প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫

সকল