২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ বাদপড়াকে সাধুবাদ জানাল রাশিয়া

-

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন থেকে বাংলাদেশের বাদপড়াকে সাধুবাদ জানিয়েছে রাশিয়া। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় রাশিয়া এ সাধুবাদ জানায়। বার্তায় বলা হয়, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করবে রাশিয়া।
আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠেয় এই গণতন্ত্র শীর্ষ সম্মেলনে ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ বাদ পড়েছে। অন্য দিকে তাইওয়ানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানোয় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে চীন। কেননা তাইওয়ানকে নিজ দেশের অংশ হিসেবে বিবেচনা করে চীন। যদিও রাষ্ট্র হিসেবে তাইওয়ান এখনো জাতিসঙ্ঘ, এমনকি যুক্তরাষ্ট্রেরই স্বীকৃতি পায়নি। অন্য দিকে গণতন্ত্র সম্মেলনে কসোভোকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ হয়েছে রাশিয়া। ভূরাজনীতির কারণে বাংলাদেশসহ জাতিসঙ্ঘের অনেক সদস্য কসোভোকে স্বীকৃতি দেয়নি।

 


আরো সংবাদ



premium cement