২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু

জড়িতদের স্থায়ী বহিষ্কার দাবিতে অনড় শিক্ষক সমিতি

-

অধ্যাপক ড. সেলিম হোসেনের (৩৮) অস্বাভাবিক মৃত্যুর পর আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ রয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন এবং কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিএসই বিভাগের ছাত্র সাদমান নাহিয়ান সেজানসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষক সমিতি ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্থায়ী বহিষ্কার দাবিতে অনড় অবস্থানে রয়েছে। তারা চলমান অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনসহ আন্দোলন চালিয়ে যাওয়ার পুনঃঘোষণা দিয়েছেন।
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, কুয়েট কর্তৃপক্ষ ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করাকে আমরা নেতিবাচকভাবে দেখছি না। তবে আমাদের প্রধান দাবি ছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করাতে হবে। প্রকৃত অপরাধীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত শিক্ষক সমিতি এবং শিক্ষকরা সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। তিনি বলেন, মূল (প্রকৃত অপরাধীদের স্থায়ী বহিষ্কার) দাবিতে আমরা অনড় রয়েছি।


আরো সংবাদ



premium cement