১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাসের বাহানায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবেন না : জাগপা

-

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, করোনাভাইরাসের দোহাই দিয়ে সরকার টানা ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিল যাতে আন্দোলন না হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর দিশেহারা সরকার আন্দোলন দমনে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাঁয়তারা করছে।
গতকাল দিনাজপুর জেলা জাগপা কার্যালয়ে জাগপার বর্ধিত সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনাজপুর জেলা জাগপার সভাপতি অ্যাডভোকেট মো: নুরুন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, দিনাজপুর জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, আবুল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার মোহন্ত, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পোদ্দার লিটন, দিনাজপুর জেলা মহিলা জাগপার সভাপতি আয়শা খাতুন প্রমুখ। সভায় দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সাজাহান খোকন ইন্তেকাল করায় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement