২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্কিল ল্যাবের উদ্বোধন

-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ডা: এ কে এম মোশাররফ হোসেন, অধ্যাপক ডা: এ এইচ এম জহুরুল হক, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আজহারুল ইসলাম, অধ্যাপক ডা: বেলায়েত হোসেন সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ডা: কানু লাল সাহা প্রমুখ।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, স্কিল ল্যাব বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য অত্যন্ত জরুরি। আজকের স্কিল ল্যাবটি সার্জনদের সার্জিক্যাল ট্রেনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকারান্তরে তা রোগীদের আরো উন্নত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এবং রোগ নিরাময়ে মূল্যবান অবদান রাখবে।
এ ছাড়া আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত র্যালি ও একটি সেমিনার অনুষ্ঠিত হয় গতকাল। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘প্রতিবন্ধিতা চিহ্নিতকরণ ও প্রতিবন্ধীদের ক্ষমতায়ন’। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ডা: এ কে এম মোশাররফ হোসেন, প্রোভিসি অধ্যাপক ডা: ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মোহাম্মদ আতিকুর রহমান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: এ কে এম সালেক প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল