২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আগের নিয়মে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দাবিতে মানববন্ধন

-

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে সংগঠনের সভাপতি খান সাইফুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফজলুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব অলিউর রহমান, যুগ্ম মহাসচিব সালাম খান রিপন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাওলানা সাইদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান সাদি, আমির হোসেন, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা রেজাউল করিম, আবদুল রাকিব, জাহিদুল ইসলাম ও আবু ইউসুফ আনসারী। বক্তারা বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এমপিও নীতিমালা অনুযায়ী সারা দেশের সব মাদরাসায় নবসৃষ্ট গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে আবেদনকারীদের নিয়োগ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানের মৌখিক নির্দেশনায় দীর্ঘদিন আটকে রেখে ওই পদ দু’টিকে শিক্ষক পদমর্যাদা দিয়ে (গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) নামকরণ করা হয়। গত ১৮ জুলাই ২০২১ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। তাতে এই দু’টি পদের নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ)-কে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়। তবে আমরা যারা পূর্বের নীতিমালা অনুযায়ী দীর্ঘদিন ধরে নিয়োগের প্রতীক্ষায় ছিলাম। এ আদেশের ফলে আমাদের অধিকার হরণ করা হয়েছে। এ আদেশের জন্য বিভিন্ন মাদরাসায় আবেদন করা হাজারও চাকরিপ্রত্যাশী ক্ষতি ও বৈষম্যের শিকার হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। খান সাইফুল ইসলাম আরো বলেন, বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতি ও চাকরির নির্ধারিত বয়সসীমা ৩৫সহ নানা দিক বিবেচনায় প্রক্রিয়াধীন নিয়োগগুলো পূর্বের নীতিমালা অনুযায়ী ছেড়ে দেয়ার জন্য জোর অনুরোধ জানাই।এরপরও যদি আমাদের এই দাবি নিয়োগ রাজপথে নামতে হয় তবে আমরা চাকরির প্রত্যাশায় আমরণ অনশন করতে প্রস্তুত আছি। এ ছাড়া বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনা করে মানববন্ধনে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement