২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কঠোর লকডাউনের পরও নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বাড়ছে

-

নিউজিল্যান্ডে কঠোর লকডাউনের পরেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার দেশটিতে নতুন করে ১০৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ দ্বীপে প্রায় এক বছর পর নতুন করে করোনা শনাক্ত হয়েছে। খবর এএফপির।
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডেই বেশির ভাগ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগেও অকল্যান্ডেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গেছে। সে কারণে ওই শহরে দুই মাসের বেশি সময় ধরে লকডাউন জারি রয়েছে। তবে দেশের বাকি অংশে শিথিল লকডাউন চলছে।
স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, দক্ষিণ দ্বীপের উত্তর-পূর্বের ব্লেনহেইম শহরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কিছুটা কম। করোনা মহামারী শুরুর পর যে কয়েকটি দেশ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তার মধ্যে অন্যতম ছিল নিউজল্যান্ড। কিন্তু দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা খারাপ হতে শুরু করে। তবে প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে গুরুত্বের সাথে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। সংক্রমণ বাড়তে শুরু করলেই দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়।
শুক্রবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, যখন দেশের ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজের আওতায় আসবেন তখনই কঠোর লকডাউন তুলে নেয়া হবে এবং মানুষ আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপনের স্বাধীনতা পাবেন। গতকাল পর্যন্ত দেশটিতে ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৫৪। এর মধ্যে মারা গেছে ২৮ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৪০৭ জন। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ১১৯।
কাজে ফিরতে ভ্যাকসিন বাধ্যতামূলক করছে সিঙ্গাপুর : কর্মক্ষেত্রে ফিরতে ভ্যাকসিন বাধ্যতামূলক করছে সিঙ্গাপুর। আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকে সব কর্মীদের কাজে ফিরতে হলে অবশ্যই ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করতে হবে। এ ছাড়া নতুন এই নিয়মের কারণে যারা ভ্যাকসিন নেবেন না তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফেরার আগে করোনার পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ রিপোর্ট এলে তারা কাজে যোগ দিতে পারবেন। করোনা পজিটিভ নাকি নেগেটিভ তা জানতে অ্যান্টিজেন টেস্টের খরচ তাদের নিজেদেরই বহন করতে হবে। ২৪ ঘণ্টা বা একদিন পর্যন্তই এর বৈধ্যতা থাকবে। অর্থাৎ প্রায় প্রতিদিনই করোনার টেস্ট করাতে হবে। খবর রয়টার্সের।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য ও শিল্পমন্ত্রী গ্যান কিম ইয়ং বলেন, ইতোমধ্যেই সিঙ্গাপুরে ৯৬ শতাংশ কর্মী ভ্যাকসিনের আওতায় এসেছেন। অর্থাৎ এরা সবাই ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। দেশটিতে ১ লাখ ১৩ হাজার কর্মী এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি। এদের মধ্যে ১০ শতাংশের বেশি মানুষ বয়স্ক। সিঙ্গাপুরে ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোভ্যাকের ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। অন্য দু’টি টিকার দুই ডোজ নিলেও সিনোভ্যাকের তিন ডোজ গ্রহণ করতে হচ্ছে।
টিকা উৎপাদনকারী ৭ সংস্থার সাথে বৈঠক করবেন মোদি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদনকারী সাতটি সংস্থার সাথে বৈঠক করবেন। দেশটিতে ১০০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক অর্জনের পর এই বৈঠক হতে যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের সূত্র দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। বৈঠকে টিকা নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (কোভিশিল্ড), ভারত বায়োটেক লিমিটেড (কোভ্যাক্সিন), জাইডাস ক্যাডিলা (জাইকোভ-ডি), বায়োলজিক্যাল ই (কোর্বেভ্যাক্স), জেনোভা বায়োফার্মা (এইচজিসি ০১৯), প্যানাসিয়া বায়োটেক (স্পুটনিক-ভি) এবং ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজের প্রতিনিধিরা উপস্থিত থাকবে।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল