২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আজ বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

-

বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে লেবার পার্টি। এবারের প্রতিপাদ্য ‘রুখো আগ্রাসন-হটাও দুঃশাসন’। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, মতবিনিময় সভা, প্রতিনিধি সভা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মো: ফারুক রহমান।
১৯৭৪ সালে মরহুম মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। প্রতিষ্ঠার প্রথম বছরেই ১৯৭৫ সালে ২৫ জানুয়ারি লেবার পার্টিসহ একদলীয় বাকশাল ছাড়া দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়।
১৯৭৭ সালে সালে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টি ১৯৭৭ সালের ২২ অক্টোবর মাওলানা আবদুল মতীন ও মাওলানা গোলাম মোস্তফার নেতৃত্বে পুনর্জীবন ফিরে পায়। মাওলানা মতীনের মৃত্যুর পর বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে আসেন সাবেক ছাত্রনেতা ডা: মোস্তাফিজুর রহমান ইরান।
লেবার পার্টি নবীন-প্রবীণদের সমন্বয়ে ভ্রাতৃত্বপূর্ণ নেতৃত্ব বিকাশের মাধ্যমে ধর্ম-কর্ম-সাম্যবাদের চেতনায় উমর-ই সাম্যবাদের আলোকে শোষণমুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক সৃষ্টিতে কাজ করছে।
কর্মসূচি : আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ), বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খানসহ জোটের শীর্ষ নেতৃবর্গ অংশ নেবেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement