১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তুরস্ক তালেবানদের মানবিক সহায়তা দেবে : স্বীকৃতি নয়

-

তুরস্ক সরকার বলেছে, তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না, তবে তাদেরকে সব ধরনের মানবিক সঙ্কটে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাভুসগলু বলেন, আমরা তাদেরকে বলেছি, সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা তাদের কাছে জানতে চেয়েছি নারী ও শিশুশিক্ষা এবং নারীদের কর্মক্ষেত্রে সুযোগদানের বিষয়ে তাদের পরিকল্পনা কী? তালেবানদের প্রতিনিধি আবদুল কাহার বলখি বলেন, আফগান ইসলামী এমিরেটসের প্রতিনিধিদল তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক, মানবিক সাহায্য এবং আফগানিস্তানে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট আবার চালু করার বিষয়ে আলোচনা করেছেন। তুরস্ক আফগান অর্থনীতি পুনরুদ্ধারে বিদেশে তাদের যেসব সম্পদ ফ্রিজ করা হয়েছে তা চালু করার ওপর গুরুত্বারোপ করেছে।
গত বৃহস্পতিবার থেকে তুরস্কে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে এ সফর অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, ৫০ থেকে ৩০০ আফগান সরকারের সাবেক কর্মকর্তা ইরান হয়ে সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশের চেষ্টাকালে তুর্কি সেনাবাহিনী তাদের ফিরিয়ে দিয়েছে। গত শুক্রবার এক প্রতিবেদনে সংস্থা এ কথা জানিয়েছে। আল আরাবিয়া পোস্ট।


আরো সংবাদ



premium cement