২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শুভেচ্ছা সফর শেষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের চট্টগ্রাম ত্যাগ

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আসা যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজটিকে বিদায় জানান।
বাংলাদেশ সফরকালে জাহাজের অধিনায়ক কমান্ডার এম জে (ম্যাট) সাইক্স কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জম, বানৌজা নির্ভীক, ওয়ার সিমেট্রি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামস্থ বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, ৫ দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি গত ১৪ অক্টোবর বাংলাদেশে আগমন করেছিল। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement