২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মেলবোর্নে শেষ হচ্ছে বিশ্বের দীর্ঘতম লকডাউন

-

২৬২ দিনের বিশ্বের দীর্ঘতম লকডাউন শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। করোনার লাগাম টানতে গত বছরের মার্চে শুরু হওয়া লকডাউন প্রত্যাহার হচ্ছে চলতি সপ্তাহে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এক ঘোষণায় জানান, গত বৃহস্পতিবার লকডাউন শিথিলতা আনা হচ্ছে। খবর রয়টার্সের।
চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্যে করোনার প্রতিষেধক টিকা দেয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন ভিক্টোরিয়ার ৬৫ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। আর ৮৯ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের আওতায় এসেছেন।
এ বিষয়ে প্রিমিয়ার বলেন, ‘ভ্যাকসিন কার্যক্রমে আমরা বেশ এগিয়েছি। গত বৃহস্পতিবার ১১টা ৫৯ মিনিট থেকে কোনো লকডাউন, বিধিনিষেধ, কারফিউ থাকছে না। এটি আমাদের জন্য বিশেষ দিন’।
মেলবোর্নে ছয় দফায় ২৬২ দিন কঠোর লকডাউনে বাসিন্দরা। এর আগে ২৩৪ দিন লকডাউনে ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। করোনার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলছে অস্ট্রেলীয় সরকার। অস্ট্রেলিয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ শ’র বেশি মানুষ মারা গেছেন।

 


আরো সংবাদ



premium cement