২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড : বান্দরবানে সন্দেহভাজন আটক

-

আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আবদুল নবী (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা তাকে উপজেলার বিছামারা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। আটককৃত আবদুল নবী রোহিঙ্গাদের সংগঠন আরসার সদস্য বলে সন্দেহ করছে গোয়েন্দারা। এ ছাড়া রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
আটককৃতের নাম আবদুল নবী উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বসবাসরত ইমাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
জানা গেছে, সম্প্রতি রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর দোষী সন্ত্রাসীদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেফতার এড়াতে আরসার এই সদস্য নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল। এদিকে আটকের পর আবদুল নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মো: শরীফ ইবনে আলম জানান, আবদুল নবী নামে এক আসামিকে নাইক্ষ্যংছড়ি থানা থেকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সে আরসার সদস্য কি না তা জানা নেই।


আরো সংবাদ



premium cement