২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চীনে ২ বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

-

চীন সরকার সে দেশের বহুজাতিক কোম্পানি এইচএনএর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর অংশ হিসেবে কোম্পানিটির শীর্ষ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন কোম্পানির চেয়ারম্যান চেন ফেং এবং প্রধান নির্বাহী তান ঝিয়াংডন। শুক্রবার চীনের হাইনান প্রদেশে এইচএনএর সদর দফতরে গ্রেফতারের পর তাদেরকে হেফাজতে নেয়া হয়েছে। দেউলিয়ার মুখে পতিত গ্রুপটির বিরুদ্ধে ৯০ বিলিয়ন ডলারের অনিয়মের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে এএনআই এ খবর দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হয়নি। চীনা কর্মকর্তারা গত জানুয়ারি মাসে কোম্পানিটির বিরুদ্ধে তহবিল তছরূপ ও দেউলিয়াপনার অভিযোগ উত্থাপন করেছিলেন। এর অব্যবহিত পরেই কোম্পানির কর্মকর্তারা কয়েক বিলিয়ন ডলারের অনিয়মের অভিযোগ স্বীকার করেছিলেন।
এইচএনএ গ্রুপ প্রথমে হাইনান এয়ারলাইন্স দিয়ে তাদের ব্যবসার সূচনা করে। এরপর তারা দ্রুত তাদের ব্যবসা সম্প্রসারণ করতে থাকে। ২০১০ সাল থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ব্যবসা বৃদ্ধি করে। হিলটন হোটেল চেইন, ডাচ ট্রান্সপোর্ট গ্রুপ, টিআইপি ট্রেইলার সার্ভিস ও ডয়েচ ব্যাংকের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারা।


আরো সংবাদ



premium cement