২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়া জিলা স্কুলের ২ ছাত্র করোনা আক্রান্ত

-

বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণীর দুই ছাত্র করোনা আক্রান্ত হয়েছে। তবে তারা দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখনও স্কুলে আসেনি। এ খবরে ছাত্র ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হজরত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই ছাত্ররা স্কুলে আসেনি। তারা স্কুলের বাইরেই করোনা আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে নিজ নিজ বাড়িতেই আছে। তাই ভয়ের কোনো কারণ নেই। তিনি করোনা গুজবে শঙ্কিত না হতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী জানান, তার প্রতিষ্ঠানের প্রভাতী ও দিবা শাখার দশম শ্রেণীর দুই ছাত্র করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। পঞ্চম শ্রেণীর একজনের জ্বর হলেও সে করোনা পজিটিভ নয়।


আরো সংবাদ



premium cement