১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

আবু রেজা নদভী এমপির বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন

-

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সমুদ্র তীরবর্তী গন্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ‘এস এস পাওয়ার প্ল্যান্ট’ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার লিমিটেড এবং চীনের দু’টি প্রতিষ্ঠান বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির জন্য ৬০০ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটির উৎপাদন শুরু হলে এতদঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণ শেষে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে। পরিদর্শনকালে প্রকল্পের দেশী-বিদেশী প্রকৌশলীরা সাথে ছিলেন।
বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাতকানিয়া দেওদীঘি থেকে বাঁশখালী কালীপুর পর্যন্ত ‘আল্লামা ফজলুল্লাহ সড়ক’ পরিদর্শন করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এলজিইডি) তোফাজ্জল আহমেদ, নির্বাহী প্রকৌশলী এ কে এম আমিরুজ্জামান, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল হক ভূঁইয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, আওয়ামী লীগ নেতা কায়ছারুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement