২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্বাস্থ্যের ২৮৩৯ পদে নিয়োগপ্রক্রিয়া বাতিল

-

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের প্রায় তিন হাজার পদে নিয়োগপ্রক্রিয়া বাতিল হয়েছে। গত সোমবার নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। বিডি নিউজ।
নিয়োগে দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত করেছিল। সেই তদন্ত প্রতিবেদন দেখে স্বাস্থ্যমন্ত্রী তিন পদে জনবল নিয়োগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়। এতে আরো বলা হয়, ‘যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে, সেহেতু নিয়োগ কার্যক্রম বাতিলপূর্বক অল্পসময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত পুনরায় নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক।’
ইতঃপূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে তাদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল