২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজারবাগ দরবারের বিবৃতি

-

সম্প্রতি সিআইডির একটি তদন্ত প্রতিবেদন এবং কয়েকটি মানববন্ধনকে কেন্দ্র করে গণমাধ্যমে রাজারবাগ দরবার সম্পর্কে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন দরবারের আইনজীবী মেজবাহ উদ্দিন সুমন। বিবৃতিতে বলা হয়, কোনো মামলাবাজ সিন্ডিকেটের সাথে রাজারবাগ পীরের কোনো সম্পর্ক নেই। কারো বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, সাজানো বা হয়রানিমূলক মামলা তিনি নিজে কখনো করেননি এবং কাউকে দিয়েও কখনো করাননি। ‘পাঁচ শতাধিক ব্যক্তির নামে আট শতাধিক মিথ্যা মামলা’ করা তো দূরের কথা, তিনি একটি মিথ্যা মামলা করেছেন বা করিয়েছেন, এমন প্রমাণ কেউ কখন দেখাতে পারবে না।
মামলা-হামলার ভয় বা কোনো রকম প্রলোভন দেখিয়ে তিনি কারো থেকে জমি লিখে নেননি বা টাকা আদায়ও করেননি।
অন্যায়ভাবে বা অবৈধপন্থায় তিনি কখনো এক ইঞ্চি জমিও দখল করেননি কিংবা দখল করার জন্য চাপ প্রয়োগও করেননি।
সুতরাং সত্যতা যাচাই না করে গণমাধ্যমে রাজারবাগ দরবার সম্পর্কে একতরফা রিপোর্ট প্রচার না করা এবং এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান করা হলো। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement