১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মালয়েশিয়ায় বিদেশী প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও নেই সাধারণ কর্মীর কথা

-

দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ায় বিদেশী নাগরিক প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সরকার। তবে ছুটিতে থাকা সাধারণ কর্মী ও শ্রমিকরা কখন ফিরবেন তার সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় শঙ্কায় রয়েছেন তারা। করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর আরোপিত ভ্রমণনিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে চিঠি দেয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার মন্ত্রী পরিষদে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ২০ সেপ্টেম্বর অভিবাসন বিভাগ একটি নোটিশ জারি করে।
নোটিশে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। নোটিশে উল্লেখ করেছে, মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদি পাসধারী (এম২এইচ), ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। এ ক্ষেত্রে বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।

 


আরো সংবাদ



premium cement