২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি ৩১৩ বীর মুক্তিযোদ্ধার

-

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার জন্য দেশের সব জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ৩১৩ জন বীর মুক্তিযোদ্ধা। গতকাল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি চৌধুরী আবু তালেব স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
বিবৃতিদাতা মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম হলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন, প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা সহসভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র আবদুল হালিম, মুক্তি বাহিনীর গেরিলা ইউনিট-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আখতার হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ কুতুবউদ্দিন ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা কবি এম সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মোশাররফ হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নুর আলম মিয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement