২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবার অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখবে ডিজিটাল অর্থনীতি

-

সম্প্রতি অনুষ্ঠিত অ্যাকসেলেরেট ডিজিটাল ইকোনমি ফর ইনক্লুসিভ ইন্টিগ্রেশন ইন এশিয়া প্যাসিফিক শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম তৈরি ও আঞ্চলিক সংহতির জন্য ডিজিটাল ক্ষেত্রের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান, যা বৈশ্বিক মহামারী মোকাবেলার এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রমেই ডিজিটাল অর্থনীতিকে কোভিড-১৯ সৃষ্ট সমস্যা মোকাবেলার উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। হুয়াওয়ে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের সরকারি, শিল্প ও অ্যাকাডেমিক খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তারা বাজার, প্রযুক্তি, অন্তর্ভুক্তি এবং টেকসই বিষয়ের দৃষ্টিকোণ থেকে ডিজিটাল অর্থনীতির বিভিন্ন দিক আলোচনা করেন।
চীনে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জাউহারি ওরাতমাঙ্গুন তার মূল বক্তব্যে উল্লেখ করেন যে, একটি নতুন ডিজিটাল অর্থনীতি এই অঞ্চলের রূপদান করছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারী চলাকালীন ডিজিটাল রূপান্তর এবং ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসার বিষয়গুলো ত্বরান্বিত হয়েছে। সামাজিক পুনরুদ্ধার এবং ডিজিটাল রূপান্তরের জন্য ইন্দোনেশিয়া ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণের চেষ্টা করছে। দ্রুত বর্ধনশীল ডিজিটালাইজেশনের ক্ষেত্রে হুয়াওয়ে কিভাবে কাজ করে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি।
বৈশ্বিক মহামারী চলাকালেও ডিজিটাল জ্ঞান এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে ডিজিটাল অর্থনীতি আঞ্চলিক জিডিপির প্রবৃদ্ধিকে শক্তিশালী করেছে। ডিজিটাল অর্থনীতি আঞ্চলিক জিডিপিতে বছরে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অবদান রাখবে বলে পূর্বাভাস দিয়েছে আসিয়ান।
ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নের সুবিধার্থে এই অঞ্চলের দেশগুলো বাণিজ্যিক বাধা দূরীকরণ, ডিজিটাল কাভারেজ বৃদ্ধি ও সর্বত্র ডিজিটাল সেবার সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যৎ উপযোগী রোডম্যাপ প্রকাশ করেছে।
হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জে চেনের মতানুসারে এই ইকোসিস্টেমের অংশ হিসেবে আসিয়ানের ডিজিটাল মাস্টার প্ল্যান ২০২৫ বাস্তবায়নের তিনটি প্রধান ক্ষেত্রে আইসিটি কানেক্টিভিটি, ট্যালেন্টের বিকাশ ও ইকোসিস্টেম তৈরিতে অবদান রাখতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলে উদ্ভূত ডিজিটাল অর্থনীতির মধ্যে রয়েছে ডিজিটাল সেবার অন্তর্ভুক্তি, স্টার্টআপ তৈরির উপযোগী ল্যান্ডস্কেপ এবং সার্কুলার ও টেকসই অর্থনীতি।
প্যানেল আলোচনার সময় সিঙ্গাপুর ন্যাশনাল কমিটি ফর প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এসআইএনসিপিইসি) চেয়ারম্যান ড. ত্যান খি জিয়াপ অর্থনীতির ডিজিটালাইজেশনে সামাজিক বিচার-বিবেচনার গুরুত্বের ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement