২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পন্টুনের ধাক্কায় অল্পের জন্য রক্ষা পেল সাঙ্গুব্রিজ

দক্ষিণ চট্টগ্রামের সাঙ্গু ব্রিজে ক্রেন দিয়ে পন্টুনের পাইপ তুলে নেয়া হচ্ছে: এস এম রহমান -

নদীর প্রচণ্ড স্রোতের কারণে নোঙ্গর ছিঁড়ে একটি বড় ড্রেজারের মালামাল বহনকারী পন্টুন সাঙ্গু ব্রিজে সজোরে ধাক্কা খেয়ে আটকে গেলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ শঙ্খনদীর উপর নির্মিত সাঙ্গুব্রিজটি। গত বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় ব্রিজটির তেমন ক্ষতি না হলেও আবার নদীর জোয়ার ও পাহাড়ি ঢলের পূর্বে আটকে থাকা পন্টুনটি সরিয়ে নেয়া না গেলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আটকে থাকা পন্টুনটি উপরে উঠতে থাকলে ব্রিজের গার্ডার ভেঙে পড়তে পারে।
এ দিকে গতকাল সকাল থেকে পন্টুনটি সরিয়ে নেয়ার কাজ করছেন বিআইডাব্লিউটি এ কর্তৃপক্ষ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম লটের কাজ করছেন তমা কনস্ট্রাকশন। সে কাজের জন্য বিআইডাব্লিউটি থেকে একটি বড় ড্রেজার আনা হয়।


আরো সংবাদ



premium cement