১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

রোহিঙ্গাদের টিকার আওতায় আনা হবে : পররাষ্ট্র সচিব

-

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করোনা টিকার আওতায় আনা হবে। টিকার জন্য জাতিসঙ্ঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে না থেকে বাংলাদেশের মজুদ থেকেই রোহিঙ্গাদের টিকা দেয়া হবে। প্রথমে ৫৫ বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে। এরপর ধীরে ধীরে বয়সসীমা কমিয়ে আনা হবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। এর আগে বাংলাদেশ রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছিল।
মাসুদ বিন মোমেন বলেন, দেশে যে টিকা আসছে সেখান থেকেই রোহিঙ্গাদের টিকা দেয়া হবে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ হয়েছে। তিনি বলেন, কোনো একটা জনগোষ্ঠীকে টিকার আওতা থেকে বাদ রাখলে আমাদের স্থানীয় জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে হলে রোহিঙ্গাদের সুরক্ষিত করতে হবে।

 


আরো সংবাদ



premium cement