১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বাজেটে অন্তর্ভুক্ত করুন : শাহ খসরুজ্জামান

-

বিদেশে অর্থ পাচার বন্ধে ৫ শতাংশ হারে কর গ্রহণ করে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগ করার সুযোগ বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান। গতকাল বুধবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি কোভিড-১৯ এর আগ্রাসন হতে দেশের অর্থনীতিকে সচল রাখতে বিদেশে টাকা পাচার বন্ধে আসন্ন বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শিল্প কলকারখানা ও শেয়ারবাজারসহ স্বাস্থ্য সেবা, কৃষি এবং খাদ্য জাতীয় প্রতিষ্ঠানগুলোতে করোনার প্রভাবমুক্ত রাখতে বাজেটে প্রয়োজনীয় প্রস্তাব অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। বিদেশে অর্থপাচার বন্ধসহ পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দেশে অপ্রদর্শিত অর্থ মুদ্রাবাজারে এনে অর্থনীতিকে চাঙ্গা করার একমাত্র পন্থা বিনিয়োগকারীদের আসন্ন বাজেটে বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করা। এ সুযোগে বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে দেশের বিত্তশালীদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হবে। আশা করি এ সুযোগটি সরকার হাতছাড়া করবে না। এ জন্য ২০২১-২২ অর্থবছরের জন্য আসন্ন বাজেটে প্রস্তাবিত পণ্যের বিনিয়োগের ওপর ৫ শতাংশ হারে কর গ্রহণ করে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে।


আরো সংবাদ



premium cement