১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে স্মারকলিপি প্রদান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রকে

-

বেকারত্ব কমিয়ে আনতে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের লাইসেন্সের দাবি জানিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি পাঠিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও শিল্পশ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান। গতকাল মেয়রদের ই-মেইল এবং রেজিস্টার্ড ডাকে এই স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয় ঢাকা শহরে পায়ে চালিত রিকশা এখন সেকেলে এবং অমানবিক। নদী মাতৃক বাংলাদেশ এখন লগি-বৈঠার নৌকার পরিবর্তে শ্যালো ইঞ্জিনের নৌকা চলাচল করছে। তাহলে ঢাকা শহরে কেন ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না। বিষয়টি ভেবে দেখার সময় এসেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয় এবং লাইসেন্স দেয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement