২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

-

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ ও কাজিপুরে দোয়া ও মিলাত মাহফিল এবং স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজ সমাপ্তকরণ ও শেখ হাসিনার নেতৃত্বে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশ উন্নয়নের কাজ করে গেছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, সিরাজগঞ্জ-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, ড. জান্নাত আরা হেনরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে মোহাম্মাদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মোহাম্মাদ নাসিম ফাউন্ডেশন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য এর সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেন, প্রাণের মায়া উপেক্ষা করে মোহাম্মাদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে রাজপথের আন্দোলনে অগ্রসৈনিক ছিলেন।
কাজিপুরে স্মরণসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কাজিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, পুলিশ সুপার হাসিবুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুল রউফ মুক্তা সিরাজী, অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম হীরা, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ বগুড়া ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল