২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যুবলীগ নেতা শান্তি হত্যা মামলায় নাসির মালিথাকে আত্মসমর্পণের নির্দেশ

-

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মণ্ডল শান্তিকে হত্যা মামলার আসামি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে দুই সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
২০১০ সালের ৭ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মণ্ডল শান্তির ওপর উপজেলার কাশিমনগরে বোমা হামলা চালানো হয়। বোমায় আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তরিত করা হয় জাকির হোসেন মণ্ডল শান্তিকে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্তি।
এ ঘটনায় তার শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদি হয়ে অজ্ঞাতআসামিদের বিরুদ্ধে মামলা করেন। ওই ঘটনায় আরো দু’টি মামলা হয়। একটি হত্যা মামলা। আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

 


আরো সংবাদ



premium cement