২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পিসিবির সিদ্ধান্তে ইনজামামের ক্ষোভ

-

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট কমিয়ে, টি-২০ বাড়িয়েছে পাকিস্তান। তবে তাদের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল হক।
জুলাই মাসে জেসন হোল্ডারদের বিরুদ্ধে ক্যারিবিয়ান সফরে তিনটি টি-২০ ও তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও সূচিতে পরিবর্তন ঘটানো হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে একটি টেস্টের বদলে দু’টি অতিরিক্ত টি-২০ ম্যাচ খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর এতেই চটেছেন ইনজামাম।
এ ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘টি-২০ ক্রিকেট লোককে বিনোদন দেয় এবং অবশ্যই খেলা উচিত। কিন্তু একটার ঘাড়ে আরেকটা চাপিয়ে দেয়ার কোনো মানেই হয় না। টি-২০ ক্রিকেট থেকে অধিক অর্থ উর্পাজন হলে হোক টি-২০। তবে টেস্ট ক্রিকেটকে যেন এর মাশুল না দিতে হয়। যদি ক্রিকেট বোর্ডই টেস্টের চেয়ে টি-২০কে বেশি প্রাধান্য দেয়, তাহলে খেলোয়াড়রা তো একই পথে হাঁটবে। ক্রিকেটের আসল মজা কিন্তু টেস্ট ম্যাচেই, যেখানে ব্যাটসম্যানদের আসল দক্ষতা বোঝা যায়।’


আরো সংবাদ



premium cement