২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাশাপাশি শায়িত হলেন ৩ বন্ধু

-

কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু। নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। নামাজে জানাজায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।
গত সোমবার সন্ধ্যায় পদ্মা সেতু দেখে বাড়ি ফেরার পথে নড়াইল-মাওয়া-ঢাকা সড়কের ফরিদপুরের নগরকান্দা থানার পুকুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হন। এরা হলেন- নড়াইল শহরের মহিষখোলা এলাকার জিএম নজরুল জমাদ্দারের ছেলে গালিব আহম্মেদ তূর্য (২২), একই এলাকার গাজী আমিনুর রহমানের ছেলে রাউফুর রহিম এবং শহরের আলাদাতপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহীনুর রহমান সান। এরা সবাই সমবয়সী। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ আত্মীয়স্বজন ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের বন্ধু তাজ জানান, ঈদ আনন্দ উপভোগ করতে ১৬ বন্ধু মিলে কয়েকটি মোটরসাইকেলে সোমবার দুপুরে পদ্মা সেতু দেখতে যান তারা। পদ্মা সেতু দেখে নড়াইলে ফেরার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার পুকুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে নিহতদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রাউফুর রহিম ও গালিব আহম্মেদ তূর্য মারা যান। গুরুতর আহত শাহীনুর রহমান সানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক এস এম এ জলিল বলেন, নিহত তিন বন্ধু ২০১৬ সালে আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।
এর মধ্যে শাহীনুর রহমান সান খুলনা কমার্স কলেজে অ্যাকাউন্টিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাউফুর রহিম যশোরে পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়তেন। গালিব আহম্মেদ তূর্য নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম নজরুল ইসলামের ছেলে। তূর্য নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়রা জানিয়েছেন, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্সের সাথে এ দুর্ঘটনা ঘটেছে। ওই যানবাহনকে চিহ্নিহ্নত করা যায়নি। দুর্ঘটনার পর অজ্ঞাতনামাদের আসামি করে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন নিহতদের পরিবারের একজন।


আরো সংবাদ



premium cement