১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আস্থা ভোটে হেরে ওলি সরকারের পতন : সঙ্কটে টালমাটাল নেপাল

-

নেপালে আস্থা ভোটে পরাজিত হওয়ায় পতন হয়েছে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নির্বাচিত সরকারের। করোনা সঙ্কট আর দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে টানাপড়েন টালমাটাল হয়ে উঠেছে হিমালয় কন্যা নেপালের অভ্যন্তরীণ রাজনীতি। আনন্দবাজার ও রয়টার্স।
সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিরোধী শিবিরের নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওয়িস্ট সেন্টার)Ñ দু’টি দলই প্রধানমন্ত্রী ওলির ওপর অনাস্থা এনেছিল। এমনকি ওলির নিজের দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফাইড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) আইনপ্রণেতারাও ভোটদানে বিরত ছিলেন। নেপালের জনতা সমাজবাদী দলের আইনপ্রণেতাদের একাংশ ওলির বিপক্ষে ভোট দিয়েছেন। দেশটিতে ২৭১ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে আস্থা ভোটে জয় পেতে প্রধানমন্ত্রী ওলির প্রয়োজন ছিল ১৩৬ ভোট। কিন্তু ওলির পক্ষে ভোট দিয়েছিলেন ৯৩ জন; বিপক্ষে ভোট পড়ে ১২৪টি আর ১৫ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকেন। এ অবস্থায় শিগগিরই দেশটির প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের জন্য অন্য দলকে আহ্বান জানিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement